পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটেনের লিডসে এক বালক রয়েছে যার আইকিউ স্তর আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের চেয়েও বেশি। ১১ বছর বয়সী ওই বালকের নাম ইউসুফ শাহ। সে আইকিউ পরীক্ষায় ১৬২ স্কোর করেছে। যেখানে আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের আইকিউ স্তর ১৬০। সম্প্রতি মেনসা ইন্টারন্যাশনাল আইকিউ পরীক্ষায় এ তথ্য জানা গেছে। শাহ জানায়, মূলত তার বন্ধুদের জোরাজুরিতেই সে মেনসা পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে এতটা ভালো ফল করবে, পদার্থবিদ স্টিফেন হকিং ও আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবে সেটা তার ধারণায় ছিল না। আসলে সে দেখতে চাইছিল পরীক্ষায় অংশগ্রহণকারী শীর্ষ দুই শতাংশের মধ্যে সে থাকতে পারে কি না। কিন্তু এখন যে ফল পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, বিশ্বের শীর্ষ এক শতাংশ মানুষের মধ্যেই সে শামিল হয়েছে। বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের আইকিউ এই পর্যায়ে পৌঁছায়। ইউসুফ শাহ বলছেন, এই সার্টিফিকেটের কারণে নিজেকে স্পেশাল মনে হচ্ছে। সুডোকু পাজল কিংবা রুবিকস কিউব নিয়ে থাকতে ইউসুফের ভালো লাগে। কেমব্রিজ বা অক্সফোর্ডে গণিত নিয়ে পড়াশুনা করতে চায় ইউসুফ শাহ। ইউসুফ শাহের মা সানা বলেন, ‘আমি খুবই গর্বিত। এই পরিবারে ইউসুফই প্রথম মেনসা পরীক্ষা দিয়েছে। তার আট বছর বয়সী ভাই খালিদও মেনসা পরীক্ষা দেওয়ার কথা ভাবছে।’ মা সানা বলেন, ‘আমার ছেলের প্রতিভা রয়েছে। তবে আমি কঠোর পরিশ্রমকে বেশি গুরুত্ব দিই।’ উল্লেখ্য, আইকিউ টেস্টের অর্থ হল বিশেষ পরীক্ষার মাধ্যমে কোনও ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা।