পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশে বর্তমান যে অশান্তি চলছে, তার জন্য নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত।
বিচারপতি সূর্যকান্ত শুক্রবার বলেন, ‘‘আমরা ওই বিতর্ক সভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’
তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। নূপুরের সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তাঁর আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী তিনি।’’ উদয়পুরে হত্যাকাণ্ডের জন্য আপনি দায়ী। আপনার জন্য একটা প্রাণ চলে গিয়েছে।
নূপুরের আইনজীবী বলেন, আমার মক্কেল ইতিমধ্যে ক্ষমা চেয়েছে। বিচারপতি বলেন, অনেক দেরি হয়েছে। আর ক্ষমা চাওয়ার মধ্যে ‘আগার মাগর’ চলবে না। সরাসরি টিভিতে যান, গিয়ে ক্ষ্মমা চান।
বিভিন্ন রাজ্যে নূপুরের বিরুদে যে সব এফআইআর হয়েছে, সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, আপনি বিষয়টি নিয়ে হাই কোর্টে যান। পুলিশ এখনও আপনাকে স্পর্শ করেনি। আপনি একটি বড় দলের মুখপাত্র সেজন্য আপনি ধরাকে সরা জ্ঞান করে বসেছেন।