পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশ রাজ্য আইন কমিশন প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের প্রথম খসড়া প্রকাশ করতে চলেছে। যেখানে দুই সন্তান নীতির কথা উল্লেখ করা হয়েছে বলেই খবর।‘‘অশিক্ষা আর দারিদ্র জনবিস্ফোরণের প্রধান ফ্যাক্টর। কোনও কোনও সম্প্রদায়ের মধ্যে এবিষয়ে সচেতনতা কম। আর তাই সম্প্রদায়ভিত্তিক সচেতনতা গড়ে তোলা একান্তই প্রয়োজন।’’ উত্তর প্রদেশের রাজ্য আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এএন মিত্তাল সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিলে দুই সন্তান নীতি লঙ্ঘনকারীদের স্থানীয় সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা সরকারী চাকরীর আবেদন করা থেকে বিরত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বিলে রেশন কার্ড ইউনিটকেও চারজনের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, দুই সন্তানের নীতি অনুসরণকারী সরকারী কর্মচারীরা তাঁর সমগ্র কর্মজীবনে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট, প্লট বা বাড়ির ভর্তুকিযুক্ত ক্রয়, জাতীয় পেনশন প্রকল্পের আওতায় ইউটিলিটি চার্জে ছাড় এবং এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে তিন শতাংশ বৃদ্ধির মতো সুবিধা পাবেন। যাদের একটি করে শিশু রয়েছে তাঁরা চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং তাঁদের শিশুরা ২০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পাবে ।