পুবের কলম ওয়েবডেস্কঃউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে এবার সরব হলেন এক বিজেপি নেতা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যোগী সরকার কতটা ব্যর্থ তারই পরিসংখ্যান তুলে ধরলেন বিজেপি নেতা রাম ইকবাল সিং। উল্লেখ্য– তিনি উত্তরপ্রদেশের বিজেপির কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক। রাম ইকবাল সিং দাবি করেছেন যে– করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ওই রাজ্যে এক লাখ মানুষ মারা গেছে। তবে তিনি নিজের দাবি সমর্থন করার জন্য কোনও তথ্য বা নথি উপস্থাপন করেননি। মুন্দেরার নিজ বাসভবনে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক দাবি করেছেন যে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা প্রায় এক লাখ। এর আগেও তিনি বলেছিলেন যে প্রতিটি গ্রামে সংক্রমণের কারণে কমপক্ষে দশ জন করে মানুষ মারা গেছে। বিজেপি নেতা আরও বলেন যে– গ্রাম এবং শহরেও প্রচুর মানুষের মৃতু্যর হয়েছে করোনায়। অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের কটাক্ষ করে তিনি জানান যে– সময়ের সঙ্গে বিজেপি বদলেছে আর রাম মন্দির নিয়ে যাঁরা আপত্তিজনক বক্তব্য দিয়েছেন বর্তমানে তারা যোগী সরকারের মন্ত্রীপরিষদে মন্ত্রী হয়েছে