পুবের কলম ওয়েবডেস্কঃ ওয়েবডেস্কঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় স্লোগান খেলা হবে নিয়ে গান লিখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ জানালেন বিশিষ্ট কবি ও গীতিকার জাভেদ আখতারকে।
উল্লেখ্য পাঁচদিনের দিল্লি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। চলছে বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের জন্য সলতে পাকানোর কাজ। সনিয়া থেকে শুরু করে একের পর এক শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে চলছে বৈঠক। তারমাঝেই বৃহস্পতিবার দিল্লিতে জাভেদ আখতার ও শাবানা আজমি দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
মোদী-বিরোধী বি-টাউন খ্যাত জাভেদ-শাবানা। আলোচনা সেরে বেরিয়ে এসে জাভেদ বললেন, ‘‘আমি মমতার কাছে কৃতজ্ঞ।’’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, যে ভাবে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ চেয়েছেন মমতা, সে ভাবেই দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে।
বৈঠক শেষে বেরিয়ে মমতাকে পাশে দাঁড় করিয়েই সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সাংবাদিকরা প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয় হয়েছে। জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে এটি। একজন কবি হিসাবে এই স্লোগান ও তাকে ঘিরে উন্মাদনাকে কতটা? জাভেদ আখতার উত্তরে বলেন, ‘‘এটা আর নতুন করে বলে দিতে হবে না। সকলের মুখে মুখে ফিরছে এই স্লোগান। আমার উত্তর দেওয়ার বদলে আপনারা বুঝে নিন, কতটা জনপ্রিয় হয়েছে এটি।’’ এরপরেই শাবানা ও জাভেদের মাঝে দাঁড়িয়ে থাকা মমতা ঝুঁকে পড়ে জাভেদকে বলেন, ‘‘খেলা হবে নিয়ে একটি গান লিখে দিন আপনি। প্রস্তাবকে স্বাগত জানান শাবানা আজমিও।