পুবের কলম ওয়েবডেস্কঃ ১২বছর বয়সে দাঁড়িয়েই বিশ্বরের্কড গড়ে ফেলল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দাবা খেলোয়াড় অভিমুন্য মিশ্র। ১৯বছর আগে ২০০২ সালের ১২ আগস্ট মাত্র ১২বছর ৭মাসে এই রেকর্ড গড়ে ছিল রাশিয়ার সের্গেই কার্জাকিন। সেই রের্কড ভেঙে নতুন রের্কড তৈরি করল ১২ বছর ৪মাস ২৫দিনের অভিমুন্য।
এই বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বরেকর্ড করল সে।আমেরিকারই ১৫ বছরের কিশোর লুকা মেন্ডোজাকে শেষ রাউন্ডে হারিয়ে দিয়ে, বিশ্বের সর্বকনিষ্ঠমত গ্র্যান্ডমাস্টার হল সে।অভিমুন্য র বাড়ি আমেরিকার নিউজার্সি তে। দীর্ঘদিন ধরেই হাঙ্গেরির বুদাপেস্টে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে অভিমন্যু।
খেলার পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণ নিতেও আগ্রহী সে। পাশাপাশি পড়াশোনার চাপও ছিল। সব চ্যালেঞ্জ সামলে অবশেষে গড়ল বিশ্বরেকর্ড।এবিষয়ে সের্গেই কার্জাকিন বলেন ‘‘এবিষয়ে আমি কিছুটা দার্শনিক। ২০ বছর অনেক সময়। রেকর্ডটা একদিন ভাঙবেই, জানতাম। সে দেরিতে হোক বা তাড়াতাড়ি। এর আগেও এক ভারতীয়র হাতেই এটা ভাঙার উপক্রম হয়েছিল। কপাল ভাল যে তা হয়নি সেই সময়। হ্যাঁ, খারাপ লাগছে রেকর্ডটা ভেঙে গেল। আমি মিথ্যে বলতে চাই না। কিন্তু তা বলে ওকে অভিনন্দন জানাতে আমার কোনো কুণ্ঠা নেই।’’এর আগে ভারতের আর প্রজ্ঞানন্দের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম আন্তর্জাতিক মাস্টার হয়েছিল অভিমন্যু। ২০১৯ সালে সেই রেকর্ড গড়ার সময় তার বয়স ছিল ১০ বছর ৯ মাস ২০ দিন।