পুবের কলম ওয়েবডেস্ক : চোখ উপড়ে নেব।হাত কেটে নেব। হরিয়ানায় মন্ত্রীকে ঘেরাও করার পাল্টা মস্তানের ঢংয়ে হুমকি দিলেন হরিয়ানার বিজেপি সাংসদ অরবিন্দ শর্মা।শনিবার এক জনসভা থেকে বিজেপি সাংসদ বলেন, “কংগ্রেস এবং দীপেন্দ্র হুডার শুনে রাখা উচিত, কেউ যদি বিজেপি নেতা মণীশ গ্রোভারের দিকে চোখ তুলে তাকান তাঁর চোখ উপড়ে নেব। যদি গায়ে হাত পড়ে তা হলে সেই হাত কেটে নেব।”
শুক্রবার বিজেপি নেতা মণীশ গ্রোভার-সহ দলের বেশ কয়েক জন নেতা-মন্ত্রীকে রোহতকের কিলোই গ্রামে এক মন্দিরের ভিতরে ঘেরাও করে রেখেছিলেন বিক্ষোভকারী কৃষকরা। মণীশের বিরুদ্ধে অভিযোগ, তিনি নতুন কৃষি আইনের প্রতিবাদীদের ‘কর্মহীন মদ্যপ’ বলে কটাক্ষ করেছেন। তার পরই তাঁকে ঘেরাও করেন কৃষকরা। আট ঘণ্টা ধরে আটক থাকার পর মুক্তি পান মণীশ।
নতুন কৃষি আইনের বিরুদ্ধে এক বছর ধরে দিল্লির সীমান্তে প্রতিবাদ জানাচ্ছেন হরিয়ানা, পঞ্জাবের কৃষকরা। শুক্রবার রোহতকের কিলোই গ্রামে গিয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ মন্তব্য করায় বিজেপি নেতা মণীশ-সহ দলের বেশ কয়েক জনকে ঘেরাও করেন কৃষকরা।