পুবের কলম ওয়েব ডেস্কঃ পারিবারিক অশান্তির জের। রড দিয়ে মাথায় আঘাত করে স্বামিকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিশাপত্তনমের পেন্দুরথির লক্ষ্মীপুরম এলাকায়।
সংবাদ মাধ্যম সুত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম কিলারি নাগেশ্বর রাও। ৪৭ বছর কিলারি রেলে কর্মরত ছিলেন। ওই ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে তারই স্ত্রী জগদেশ্বরীর বিরুদ্ধে।
পুলিশ সুত্রে খবর, কিলারি নাগেশ্বর রাও এর সঙ্গে জগদেশ্বরীর প্রায় ২০ বছর আগে বিয়ে হয়েছিল । ওই দম্পত্তির দুই সন্তানও রয়েছে। তবে পারিবারিক নানান বিষয়ে দুই দম্পত্তির মধ্যে কলহ, বিবাদ লেগেই থাকত। বেশ কয়েকমাস ধরে তারা আলাদা থাকতেন বলেও জানা গেছে। নাগেশ্বরের থেকে খোরপোশের দাবি করেছিলেন তাঁর স্ত্রী।
খোরপোশের বিষয় নিয়ে আলোচনার জন্য গত বুধবার নাগেশ্বর তার স্ত্রী জগদেশ্বরীর সঙ্গে দেখা করতে যান। তাকে ছেড়ে আসার পর জগদেশ্বরী লক্ষ্মিপুরমে বসবাস করতেন।
এদিন আলচনা চলাকালিন ওই দু’জনের মধ্যে ফের ঝামেলা শুরু হয়। একটা পর্যায়ে তাদের ঝামেলা চূড়ান্ত আকার ধারণ করে। তখন রেগে গিয়ে নাগেশ্বর তার স্ত্রীকে খুন করার হুমকি দেয়। এর পরই নাগেশ্বরের মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে।পুলিশকে খবর দেওয়া হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।