কৌশিক সালুই, বীরভূম: পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বীরভূমের সিউড়ি থানার ছোট আলুন্দা গ্রামে। স্ত্রী সহ খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবিতে কিছু সময়ের জন্য রাজ্য সড়ক অবরোধ পরিবার ও প্রতিবেশীদের। পুলিশ ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। আটক করা হয়েছে স্ত্রীকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি হলেন সেখ আলাউদ্দিন (৩৬)। পেশায় তিনি ইটভাটার শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর পরদিন ভোর বেলায় বাড়ির সামনের এক পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর চাউর হতেই খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে সকাল থেকে কিছুক্ষণের জন্য সিউড়ি সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃত ব্যক্তির স্ত্রীকে আটক করে নিয়ে যায়।
মৃতের পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ বিয়ের পর থেকেই আলাউদ্দিন ও তার স্ত্রী আরজিনা বিবি মধ্যে বনিবনা হত না। অশান্তি নিয়মিত লেগে থাকত। কারণ দুই কন্যা সন্তানের মা আরজিনা এক প্রতিবেশী যুবকের সঙ্গে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল। বারবার নিষেধ করলেও সেই সম্পর্ক থেকে কোন ভাবে বেরিয়ে আসতে পারেনি স্ত্রী।
এ বিষয়ে গ্রামের লোকজনের কাছে বিচার চেয়ে নিয়মিত দরবার করত আলাউদ্দিন। মাস তিনেক আগেও গ্রাম্য মীমাংসায় আর্জিনা কে সুখে-শান্তিতে স্বামীর সঙ্গে সংসার করার পরামর্শ দিয়েছিলেন গ্রামের মাথারা। তারপর এদিন পুকুরের জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার।
মৃত ব্যক্তির মামা শেখ আনসার বলেন,’ ভাগ্নের স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিল দীর্ঘদিন ধরে তার জেরেই ভাগ্নেকে খুন হতে হয়েছে এবং এই ঘটনার জন্য তার স্ত্রী দায়ী। আমরা দোষীর উপযুক্ত শাস্তি চাইছি”।