নয়াদিল্লি, ১৯ জুলাই : পবিত্র ইদ-উল-আজহার কথা স্মরণে রেখে কেরল সরকার তিন দিনের জন্য লকডাউনের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। কেরল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। মামলাকারীর হয়ে লড়বেন প্রবীণ আইনজীবী বিকাশ সিং। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে কানোয়ার যাত্রা নিয়ে সুয়ো মোটো মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। যাইহোক, পিকেডি নামবিয়ার দিল্লির এক বাসিন্দা কেরল সরকারের বিরুদ্ধে করা এই মামলাতে জানিয়েছেন যে, অন্যান্য রাজ্য যেখানে করোনা পরিস্থিতি সামলে উঠছে সেখানে কেরলে কোভিডের সংক্রমণ তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে।
আইনজীবী প্রীতি সিংয়ের মাধ্যমে করা এই মামলায় বলা হয়েছে, বকরিদ উৎসবকে নজরে রেখে ১৮,১৯ ও ২০ জুলাই লকডাউন শিথিল করার ঘোষণা করেছে কেরল সরকার এবং এই সিদ্ধান্তে দেশের মানুষ হতাশ। নামবিয়ার এর পাশাপাশি যোগ করেছেন, রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার কথা মাথায় রেখে এই ছাড় দেওয়া হয়েছে। ‘কেরল ব্যাপারি ব্যবসায়ী ই-কোপানা সমিনিত’ নামে ট্রেডার্স সমিতির নেতার সঙ্গে বৈঠকের পর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠককে বিঁধে নামবিয়ারের দাবি, চিকিৎসা বা স্বাস্থ্যগত কারণে এই শিথিলতা নয়।
কানোয়ার যাত্রা বিষয়ে শীর্ষ আদালতের কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেছেন নামবিয়ার। ১৬ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অন্য সকল অনুভূতি বা ভাবাবেগের ঊর্ধ্বে দেশবাসীর জীবনের অধিকার। নামবিয়ারের দাবি, কেরল সরকার শীর্ষ আদালতের ১৬ জুলাইয়ের নির্দেশকে লঙ্ঘন করছে। তিনি চান, পবিত্র ইদ-উল-আজহার দিনেও কঠোর লকডাউন বজায় রাখুক কেরল সরকার।