পুবের কলম, ওয়েবডেস্ক: উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস আমাদের গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছে বলেই এখনও ধারণা তৈরি হয়ে আছে। এবার তার অনুসন্ধান করতে তৎপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। গত জানুয়ারিতে উহানে চার সপ্তাহ অবস্থান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। সেই মার্চে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য পশুপাখির মাধ্যমে মানুষের শরীরে এসেছে। এবার দ্বিতীয় দফায় হু উহানের ল্যাবে গিয়ে অনুসন্ধান করতে চেয়ে চিনের কাছে আবেদন রাখে।
এদিকে হু-এর আবেদন নাকচ করে দিল চিন। সরাসরি তারা জানিয়ে দিল করোনা ভাইরাসের অনুসন্ধান করতে ল্যাবে বিশেষজ্ঞদের যেতে দেওয়া হবে না।
চিন জানিয়েছেন, তাদের গবেষণাগারগুলো যে নিয়মনীতির মধ্য দিয়ে পরিচালিত হয়, সেখানে এই ভাবে কাজ করা সম্ভব নয়। বৃহস্পতিবার চিনের উপস্বাস্থ্যমন্ত্রী জেং ইশিন এক সংবাদ সম্মেলনে জানান, এই প্রস্তাব ‘কাণ্ডজ্ঞানহীন এবং বিজ্ঞানের প্রতি আগ্রাসী মনোভাবের’।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় বিশেষজ্ঞদের পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গ্যাব্রেয়াসুস। তিনি যে প্রস্তাব দেন, করোনা ভাইরাস যে এলাকায় প্রথম দেখা গিয়েছিল, সেখানকার গবেষণাগারগুলি পরীক্ষা করে দেখার জন্য। বেইজিংয়ের প্রতি স্বচ্ছ, তথ্য সহযোগিতার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।