পুবের কলম ওয়েবডেস্কঃ সুগন্ধি সাবান মেখে স্নান করতে কে না ভালোবাসেন? কিন্তু একবার ভাবুন তো কত হতে পারে সেই সাবানের দাম, যদি বলি ২ লাখ টাকা, নিশ্চয়ই চমকে উঠবেন, বিশ্বাস করতে মন চাইবেনা। কিন্তু এটাই সত্যি লেবাননের ত্রিপলিতে বদর হাসান অ্যান্ড সন্স নামে একটি কোম্পানি পৃথিবীর সবচেয়ে দাবি সাবান তৈরির দাবি করেছে তারা। একটি সাবানের দাম ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ২ লাখ ৩৭ হাজার টাকা!
এই সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো দেওয়া হয়। তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়।
কাতারের ফার্স্ট লেডির জন্য একটি বিশেষ উপহার হিসেবে স্বর্ণ ও হীরার গুঁড়ো মেশানো সবচেয়ে দামি সাবানটি তারা প্রথম উৎপাদন করে ২০১৩ সালে।
সংযুক্ত আরব আমিরশাহীর কিছু বিশেষ দোকানেই এই সাবান মেলে। ক্রেতা অবশ্যই আরবের ধনকুবেররা। কি ভাবছেন একবার অর্ডার করে দেখবেন নাকি এই দু লাখি সাবান।