ওবাইদুল্লা লস্করঃ দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট ২ নম্বর ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সম্বর্ধিত করা হয়। মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ জন পড়ুয়া কে দেওয়া হয় সম্বর্ধনা। এদের মধ্যে ১২ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের একজন করে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-ছাত্রী ছিলেন।
শারীরিক দিক থেকে ১০০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন বাপি এবার উচ্চমাধ্যমিক ৭০% নাম্বার নিয়ে পাশ করেছেন। এদিন ব্লক প্রশাসনের তরফে বাপি ফকিরের হাতে তুলে দেওয়া হয় তামার মানপত্র ও ব্যাগ কিছু শিক্ষা সামগ্রী।
মগরাহাট দু’নম্বর ব্লকের ১৪ টি পঞ্চায়েত এলাকার টপ টেন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও তাদের গিফট। পাশাপাশি ওই সভায় উপস্থিত ছিলেন বিধায় মিতা সাহা মগরাহাটের বিডিও শেখ আব্দুল্লাহ মগরাহাট ওসি আব্দুল সামাদ আনসারী, ব্লক সভাপতি প্রদীপ কুমার হালদার খাদ্যের কর্মদক্ষ হায়দার আলী মল্লিক সহ বিশিষ্ট জনেরা।