এস জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান -২ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নির্বাচিত হলেন শরিফুল মন্ডল। ইতিপূর্বে তিনি ব্লকের সাধারণ সম্পাদক ও জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ-সভাপতির পদ সামলেছেন। এদিন তাঁকে বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে বিধায়ক নিশীথ কুমার মালিক ও ব্লক তৃণমূলের সভাপতি পরমেশ্বর কোনার উপস্থিতিতে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বিধায়ক নিশীথ বাবু বলেন, ‘একজন যোগ্য ব্যক্তিকে দল এই দায়িত্ব দিয়েছেন। আশা করি আগামী দিনে উনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সুবিধা-অসুবিধার ও দাবি-দাওয়ার কথা ভাববেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন।’ এদিকেশরিফুল সাহেব জানান, ‘দায়িত্ব বাড়লো। তবে কাজের মধ্য দিয়েই মানুষের কাছে বেঁচে থাকতে চাই। এলাকার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও পিছিয়ে পড়া সমাজের সার্বিক উন্নয়নে মাননীয়া মুখ্যমন্ত্রীর যে ভাবনা, তা রূপায়ণের চেষ্টা করব।’