দেবশ্রী মজুমদার, বোলপুর: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বিশ্বভারতীর সুনাম নষ্ট ও পড়ুয়াদের বেআইনি সাসপেনশনের বিষয় নিয়ে দুটো চিঠি ইমেল মারফৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পৌঁছায়। সেই ইমেল প্রেক্ষিতে মঞ্জুরি কমিশন বিশ্বভারতী কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। অবস্থান বিক্ষোভ,ডেপুটেশন,ছাড়াও ইমেল মারফত সুরহা চেয়ে আচার্য তথা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সহ পরিদর্শক তথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও ইমেল মারফৎ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ পত্র পাঠানো হয়।
বিশ্বভারতীর ছাত্র সংগঠন নেতৃত্ব সোমনাথ সাও,জয়দীপ সাহা, মৈইনুল হোসেন জানান, ২০২১ এর ২৪ জুন বিশ্বভারতীর এসএফআই ছাত্র সংগঠন তরফে ইউজিসি কে ইমেল মারফত অভিযোগ করা হয় বিশ্বভারতীর উপাচার্য ও কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার তার উত্তর দিয়েছে ইউজিসি।
উল্লেখ্য, বিশ্বভারতীর তিন পড়ুয়াকে দীর্ঘদিন ধরে সাসপেণ্ড করে রাখা হয়েছে। সম্প্রতি সেই সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আন্দোলন কারী ছাত্র ছাত্রীদের মাওবাদী বলে আখা দেওয়া হয়েছে। সমস্ত প্রমাণ দিয়েছিলাম আজ ১৯ জুলাই ইউজিসিকে ইমেল মারফৎ পাঠানো হয়। তার উত্তর ইউ জিসি দিয়েছে। ইউজিসির সেই নির্দেশ বিশ্বভারতী কর্তৃপক্ষ কতটা মেনে চলে সেটাই দেখার।