দেবশ্রী মজুমদার, বীরভূম: গতবছর জাঁকজমক করে হয়নি একুশে জুলাই। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর এবার দলনেত্রীর বক্তব্য আরও ঐতিহাসিক বলে রামপুরহাটে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, একইভাবে বীরভূম জেলা জুড়ে নির্বাচনের বিরাট জয়ের পর একুশে জুলাই দিবস পালনের উপর জোর দিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে সোশ্যাল নেটওয়ার্ক ও ভিডিও বার্তার মধ্য দিয়ে কী ভাবে জেলার বিধানসভা, অঞ্চল ও বুথ ভিত্তিক তৃণমূল কর্মীরা ভার্চুয়াল অংশগ্রহণ করবে এবং কী ভাবে পালন করবে তার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, প্রতিটি বুথে শহিদ বেদী থাকবে এবং সেখানে শহিদ স্মরণে পতাকা উত্তোলন ও মাল্যদান পর্ব চলবে। মানুষের যাতে অসুবিধা না হয় কোভিড বিধি মেনে যাতে মানুষ বৃষ্টিতে না ভেজেন, সেদিকে খেয়াল রেখে ছোট ছোট প্যাণ্ডেল হবে। থাকবে জায়ান্ট স্ক্রিন। সেই জায়ান্ট স্ক্রিন থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে।
অনুব্রত মণ্ডল বলেন যে, ‘আমি বোলপুর কার্যালয়ে থাকব। আমার সঙ্গে থাকেবে মেন্টর অভিজিৎ সিংহ (রাণা), মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আর সুদীপ্ত ঘোষ। ১০০ জনের মতো পার্টি অফিসে থাকবেন। বাইরে একটা জায়ান্ট স্কিন লাগানো থাকবে। এর মধ্য দিয়ে আমরা শহিদ দিবস পালন করব।