পুবের কলম, ওয়েবডেস্ক: ফুচকা খেতে ভালোবাসেন না এরকম মানুষ বিরল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড হিসাবে ফুচকার নাম সর্বদাই শীর্ষে থাকে। ছোট থেকে বড়ো সবার মধ্যেই সমান ভাবে জনপ্রিয় এই খাবার। তবে মেয়েদের মধ্যে এই খাবারের প্রতি ভালোবাসা যে একটু বেশি তা বলা যেতেই পারে। এবার ফুচকার প্রতি চূড়ান্ত ভালোবাসার নমুনা দেখা গেল এক বিয়েতে। এক তরুণী নিজের বিয়েতে মাথায় পরলেন ফুচকার মুকুট। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে অক্ষরা নামের ওই তরুণীকে বিয়ের গয়না, পোশাকের সঙ্গে ফুচকার মুকুটও পরতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, নিজের বিয়েতে খাবারের তালিকাতেও তিনি ফুচকা রাখেন। তাঁর থালাতে অন্য খাবারের সঙ্গে ছিল ফুচকাও। এছাড়াও গলায় দেখা গেছে ফুচকার হারও। এছাড়াও তরুণী খেতে বসতে গিয়ে তার মাথায় একজনকে পড়িয়ে দিতে দেখা গেছে একটি ফুচকার মুকুটও। ভিডিওটি নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। নেটিজেনদের অনেকে আবার এই আইডিয়াটি পছন্দও করেছেন।