পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ণ বিদ্বেষী আন্দোলন ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে দক্ষিণ আফ্রিকা জুড়ে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বেড়ে চলেছে মৃত্যু মিছিল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমার মুক্তি আন্দোলনে জড়িত কৃষ্ণাঙ্গ লুটপাটকারীদের কাছে অসহায় হয়ে পড়েছে দেশটির পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী। গত পাঁচ দিন ধরে চলে আসা আন্দোলনে এই পর্যন্ত ৭২ জন কৃষ্ণাঙ্গের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ, সেনাবাহিনী ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের গুলিতে আন্দোলনকারী নিহত হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী জোহানেসবার্গে ১৯ জন ও ডারবানে ৫৩ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারীদের গুলিতে দুজন সোমালিয়ান নাগরিক খুন হয়েছেন এবং ৩ সোমালিয়ান গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলন থামাতে সেনা মোতায়েন করলেও জুমা সমর্থকরা এসবের তোয়াক্কা না করে নতুন নতুন এলাকায় হামলা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তবে জোহানেসবার্গে সহিংসতা কমে আসলেও ডারবানে এখনো আন্দোলন ও লুটপাট চলছে। নতুন করে পুমালাঙ্গা প্রদেশে হামলা ও লুটপাট শুরু হয়েছে। পঞ্চম দিনের মতো হামলা ও লুটপাট অব্যাহত থাকায় দেশের পুলিশমন্ত্রী ভাকিব চ্যালে গতকাল বিকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার জন্য সাধারণ জনগণকে আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে হামলা ও লুটপাট হবে সেখানেই সন্ত্রাসীদের প্রতিরোধ করুন। প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে সহযোগিতা করবে বলে মন্ত্রী উল্লেখ করেছেন।