দেবশ্রী মজুমদার বোলপুর: ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত সাধারণ গ্রামবাসী, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে, বোলপুর বিধানসভার অন্তর্গত মনোহরপুর গ্রামে। রবিবার সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও সাধারণ মানুষ ঐকবদ্ধ হয়ে প্রতিবাদে শামিল হয় এদিন। তাদের দাবি, পানীয় জল সহ,আরও অনান্য সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত । নির্বাচনের পর থেকেই এলাকার স্থানীয়দের উপর এই অত্যাচার চলছে।
অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আনোয়ার শিকদার।
মনোহর পুরের বাসিন্দা সকুল মুর্ম, অনিমা বাউরি, বিপদতারণ বাউরিরা জানান, এই অতিমারি পরিস্থিতির সরকারের সমগ্র সুবিধা থেকে আমরা বঞ্চিত।
সাত্তোর অঞ্চলের সভাপতি আনোয়ার শিকদার বলেন, কারো সাথে এই ধরনের আচরণ করা হয় নি। মিডিয়ার কাছে হাইলাইট হাওয়ার জন্য এই সব করেছে। এর পিছনে অন্য মদত আছে।