পুবের কলম ওয়েবডেস্কঃ লন্ডন হাই কোর্ট এর পক্ষ থেকে পলাতক বিজয় মালিয়াকে দেউলিয়া হিসাবে ঘোষণা করা হল। ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র নেতৃত্বে সরকারি ব্যাংকগুলির করা মামলায় সোমবার এই রায় দেয় আদালত।কিংফিশারের কর্ণধার মালিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বিক্রি করে বকেয়া টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলি।
আজও দেশে ফেরানো যায়নি তিন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া , মেহুল চোকসি ও নীরব মোদিকে । তিনজনের কারণে সরকারি ব্যাংকগুলির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। কয়েকদিন আগেই তিনজনের মোট ৯ হাজার ৩৭১ কোটি টাকা জমা পড়ল ব্যাংকে। এর মাধ্যমে আংশিক ক্ষতিপূরণ হবে ব্যাংকগুলির।২০১৯ সালের ১৪ মে ইংল্যান্ডের আদালতে বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পণ ঠেকানোর আরজি খারিজ হয়ে যায়। ইডি’র তরফে জানানো হয় খুব শিগগির বিজয় মালিয়াকে ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যার্পণ করা হবে। কেননা তিনি প্রত্যার্পণ রোধের মামলায় পরাজিত হয়েছেন। এবার তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে।