পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা থেকে সেরে ওঠার পরেও গড়ে প্রতি দুজনের একজনের শরীর-মনে বিবিধ উপসর্গ বয়ে চলেছে । এঁরা ‘লং কোভিড’-এর শিকার। কেউ করোনাজয়ের এক বছর পরেও গন্ধহীনতায় ভুগছেন, অল্পেতেই হাঁফিয়ে যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। কারও উপর থাবা বসিয়েছে ডায়াবেটিস। কারও আবার লিভার ও কিডনির সমস্যা। বস্তুত ৫০% করোনাজয়ীর শরীরেই বিস্তর জটিলতা, যা কোভিড থেকে সুস্থ হওয়ার এক বছর পর্যন্ত দেখা যাচ্ছে। করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাঁরা, সমস্যাটা তাঁদের মধ্যে বেশি প্রকট।
ব্রিটেনের ৭৩,১৯৭ জন করোনাজয়ীর উপর সমীক্ষা চালিয়ে এমনই প্রবণতা দেখতে পেয়েছেন গবেষকরা। সম্প্রতি বিশ্ববন্দিত জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত ওই গবেষণাপত্রের দাবি, ভুক্তভোগীদের ৪৯.৭% অন্তত একটা না একটা জটিলতার শিকার হচ্ছেন। কমবয়সীরাও বাদ নয়, ১৯-২৯ বছর বয়সীদের ২৭% লং কোভিডের গ্রাসে। ৩০-৩৯ বছর বয়সীদের ক্ষেত্রে জটিলতার আগ্রাসন বেশি, প্রায় ৩৭%। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিডনি ও ফুসফুস। এছাড়া লিভারের গণ্ডগোল, অ্যানিমিয়া, কার্ডিয়াক অ্যারিদমিয়া নিয়েও বহু করোনাজয়ী ফের হাসপাতালে ভর্তি হচ্ছেন ।