পুবের কলম, ওয়েবডেস্ক: ভ্যাকসিন দেওয়ার পরেই দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি পুনরায় খুলবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত দেশে ভ্যাকসিনের কোনও সমস্যা নেই। দেশের নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভ্যাকসিন আরও আসছে দেশে। জুলাই থেকেই ব্যাপক হারে দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হবে। তার জন্য যতই, খরচ হোক বাংলাদেশ তা ব্যয় করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানও।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় এই কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণের কার্যক্রম চলছে। বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে করে প্রায় চার কোটি শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর শিক্ষা কার্যক্রমের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভ্যাকসিন কেনার জন্য বাজেটে আমরা ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। বিভিন্ন উৎস হতে ইতিমধ্যেই এক কোটি ১৪ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছি।