পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা ভাইরাস রুখতে বিশ্বব্যাপী সর্বাধিক ভ্যাকসিন প্রদানের দৌড়ে থাকা দেশগুলির মধ্যে তুরস্ক হল অন্যতম। শনিবার তুরস্কে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক বাতির বেরদিকলিচেভ বলেন, ’তুরস্কে ভ্যাকসিন প্রদানের হারে একটি ইতিবাচেক ট্রেন্ড দেখা যাচ্ছে। ভ্যাকসিন প্রদানে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক আরও জানান, ’দেশটিতে সব বয়সের মানুষের জন্য ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে, অনেকেই ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিয়েছেন, তৃতীয় বুস্টার ডোজটিও নিতে চলেছেন বহু মানুষ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তাঁর কথায়, ’কোভিড মহামারির বিরুদ্ধে যুদ্ধে জিততে গেলে সকলেরই ভ্যাকসিনেশন খুব জরুরি।’ আরও বলেন, ’আমরা যত সংক্রমণ ছড়াবো মানুষ ততই অসুস্থ হবে, এবং দুর্ভাগ্যবশত মারা যাবে।’ ভারত থেকে আগত ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও তুরস্ককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেরদিকলিচেভ। বলেন, ’সংক্রমণ রোধে যতটা সম্ভব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।’ প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের পর থেকে তুরস্কের সরকার ৫ কোটি ২০ লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ দিয়েছে নাগরিকদের। ৩ কোটি ৫৬ লক্ষেরও বেশি মানুষ তাদের প্রথম ডোজ নিয়েছেন, ১.৫ কোটিরও বেশি মানুষের ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষ ৩০ হাজার। করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৫০ হাজার জনের।