পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের জন্য এবছরেও কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নিলেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। আগামী ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। ক্রমেই বাড়ছে তৃতীয় প্রবাহে আশঙ্কা। এই পরিস্থিতিতে কানওয়ার যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনটাই উঠে আসে মঙ্গলবারের বৈঠকে। নেওয়া হয় বিশেষজ্ঞদের মতামতও। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এবারের মতো কানোয়ার যাত্রা বাতিল করার। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাকি রাজ্য থেকে উত্তরাখণ্ডে সংক্রমণ ছড়ানো রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। উল্লেখ্য, এর আগে কোভিড বিধি না মেনে কুম্ভমেলায় বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। কানোয়ার যাত্রা বাতিল করার সময় হয়তো সেই বিতর্কের কথাও মাথায় রেখেছিল প্রশাসন।