পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ৪ মাসেই তিরথ সিংয়ের মুখ্যমন্ত্রী অধ্যায়ের ইতি। এ বার সেই জায়গায় আসছেন পুষ্কর সিং ধামি। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, বিজেপি সদর দফতরে মদন কৌশিকের নেতৃত্বাধীন বৈঠকে পুষ্কর সিং ধামির হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপির ৫৭ জন বিধায়ক দেরাদুনে একত্রিত হয়ে পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
৪৫ বছর বয়সী পুষ্কর সিং খতিমা বিধানসভার বিধায়ক। সূত্র অনুযায়ী, শুক্রবারই তিরথ সিং পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত-র বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেন বিজেপি বিধায়করা। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিরথ সিং রাওয়াত।
নিয়ম অনুযায়ী, যে কোনও মন্ত্রীর পদে বসার জন্যই বিধায়ক হওয়া প্রয়োজন অথবা, মন্ত্রিত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে তাঁকে উপ নির্বাচনে জয়ী হতে হবে। ১০ সেপ্টেম্বর সেই ছয় মাসের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির জন্য উপ-নির্বাচন অনিশ্চিত হওয়ায় এবং একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন তিনি।
এরপরই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠকে বসেছিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতারা। সেখানে প্রথমে সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াতের নাম উঠে এলেও দৌড়ে জিতলেন পুষ্কর সিং ধামি। তিনি পেশায় একজন আইনজীবী।
কংগ্রেসের প্রবীণ নেতা হরিশ রাওয়াত-র অভিযোগ, যে কারণ দেখিয়ে তিরথ সিং রাওয়াত পদত্যাগ করেছেন, তা সবথেকে বড় মিথ্যা।
শুক্রবার তিরথ সিং রাওয়াতের পদত্যাগের খবর চাউর হতেই হরিশ রাওয়াত ট্যুইট করে লেখেন, “করোনার জন্য উপনির্বাচন হচ্ছে না, আর সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন-এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে। এর আগেও করোনাকালে উপ-নির্বাচন হয়েছে। ”
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যদি চাইতেন, তবে অন্য কাউকে পদত্যাগ করতে বলে সেই আসন থেকেও নির্বাচনে লড়তে পারতেন। কিন্তু আইন সম্পর্কে কোনও জ্ঞান না থাকার কারণেই ফের আমাদের উপর একজন মুখ্যমন্ত্রীকে চাপিয়ে দেওয়া হবে। পাঁচ বছরে বিজেপি উত্তরাখণ্ডে তিনজন মুখ্যমন্ত্রী আনছেন।”
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ৪ মাসেই তিরথ সিংয়ের মুখ্যমন্ত্রী অধ্যায়ের ইতি। এ বার সেই জায়গায় আসছেন পুষ্কর সিং ধামি। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, বিজেপি সদর দফতরে মদন কৌশিকের নেতৃত্বাধীন বৈঠকে পুষ্কর সিং ধামির হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপির ৫৭ জন বিধায়ক দেরাদুনে একত্রিত হয়ে পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
৪৫ বছর বয়সী পুষ্কর সিং খতিমা বিধানসভার বিধায়ক। সূত্র অনুযায়ী, শুক্রবারই তিরথ সিং পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত-র বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেন বিজেপি বিধায়করা। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিরথ সিং রাওয়াত।
নিয়ম অনুযায়ী, যে কোনও মন্ত্রীর পদে বসার জন্যই বিধায়ক হওয়া প্রয়োজন অথবা, মন্ত্রিত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে তাঁকে উপ নির্বাচনে জয়ী হতে হবে। ১০ সেপ্টেম্বর সেই ছয় মাসের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির জন্য উপ-নির্বাচন অনিশ্চিত হওয়ায় এবং একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন তিনি।
এরপরই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠকে বসেছিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতারা। সেখানে প্রথমে সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াতের নাম উঠে এলেও দৌড়ে জিতলেন পুষ্কর সিং ধামি। তিনি পেশায় একজন আইনজীবী।
কংগ্রেসের প্রবীণ নেতা হরিশ রাওয়াত-র অভিযোগ, যে কারণ দেখিয়ে তিরথ সিং রাওয়াত পদত্যাগ করেছেন, তা সবথেকে বড় মিথ্যা।
শুক্রবার তিরথ সিং রাওয়াতের পদত্যাগের খবর চাউর হতেই হরিশ রাওয়াত ট্যুইট করে লেখেন, “করোনার জন্য উপনির্বাচন হচ্ছে না, আর সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন-এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে। এর আগেও করোনাকালে উপ-নির্বাচন হয়েছে। ”
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যদি চাইতেন, তবে অন্য কাউকে পদত্যাগ করতে বলে সেই আসন থেকেও নির্বাচনে লড়তে পারতেন। কিন্তু আইন সম্পর্কে কোনও জ্ঞান না থাকার কারণেই ফের আমাদের উপর একজন মুখ্যমন্ত্রীকে চাপিয়ে দেওয়া হবে। পাঁচ বছরে বিজেপি উত্তরাখণ্ডে তিনজন মুখ্যমন্ত্রী আনছেন।”