নিউ ইয়র্ক, ২৭ মার্চ: মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে একটি সেতু। গত সোমবার রাতের ঘটনা। সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজের সরাসরি ধাক্কায় ভেঙে পড়ে সেতুটি। এই ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। মৃতরা একটি নির্মাণপ্রতিষ্ঠানের কর্মী ছিলেন। ওই সেতুতে তাঁরা মেরামতের কাজ করছিলেন। ব্রাউনার বিল্ডার্স কনস্ট্রাকশন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফরি প্রিৎজকার বলেন, ‘ছয় নির্মাণ শ্রমিককে মৃত হয়েছে। একজন প্রাণে বেঁচে গেছেন।’
উল্লেখ্য, গত ২৫ মার্চ, সোমবার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজটি মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে। ঘটনার ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিয়োতে দেখা যায়, সেতুর স্প্যানগুলি ভেঙে পড়তে শুরু করে এবং তাদের উপর থাকা বেশ কয়েকটি গাড়ি জলে পড়ে যায়। এ ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর।
এদিকে, ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ভেঙে পড়ার ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।