পুবের কলম ওয়েবডেস্কঃ ফের তালিবান হানায় সন্ত্রস্ত আফগানিস্থান। আফগান সেনাকে পর্যদস্তু করে একের পর এক শহরের দখল নিচ্ছে তালিবানরা। তবে আফগানিস্থানের এই হাল ছেড়ে যাওয়া মনোভাবকে প্রশয় দিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আফগান বাহিনীকে সাহায্য করতে ইতিমধ্যেই বিমানহানা শুরু করেছে আমেরিকা।
উল্লেখ্য গত কয়েকদিন আফগানিস্থানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। তবে কোথায় কোথায় এই হামলা চালানো হয়েছে এবং কি তাদের রণকৌশল তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে হোয়াইট হাউস।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন কোন আনুপার্বিক z
তথ্য দিতে চাননা। তবে মার্কিন সেনা যে বিমানহানা চালিয়েছে সেই খবরের সত্যতা স্বীকার করেছেন তিনি। আফগান বাহিনীকে সাহায্য করতে এই হানা আপাতত জারি রাখা হবে বলেই জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন।