পুবের কলম, ওয়েবডেস্ক: নজরকাড়া সাফল্য, ৫০০’র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে শীর্ষ স্থান দখল করেছেন রুমানা সুলতানা। মুর্শিদাবাদের কান্দি পুরএলাকার ১১ নম্বর ওয়ার্ডের হোটেল পাড়ার বাসিন্দা রুমানা। কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী সে।
করোনা আবহে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। মেধাতালিকা প্রকাশিত না হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ মহুয়া দাস বলেন, যে সর্বাধিক নম্বর হল ৪৯৯। এই সংখ্যাটি মুর্শিদাবাদের সংখ্যালঘু ছাত্রী রুমানা সুলতানা পেয়েছে, যাকে মহুয়া দাস সংসদের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেন।
শৈশব থেকে শিক্ষার পরিমণ্ডলেই বড় হয়ে ওঠা রুমানার। বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরে শিক্ষিকা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান দখল করেছিল রুমানা।