পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, তিনি জম্মুকাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে উদ্বিগ্ন। বিশেষ করে ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের পর যেভাবে সেখানে শিশুদেরকে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি কেন্দ্র সরকারকে বাচ্চাদের বিরুদ্ধে পেলেট গানের এই নিষ্ঠুর ব্যবহার বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন৷ শিশু বিষয়ক ২০২১ সালের রাষ্ট্রসংঘের প্রতিবেদনে তিনি বলেন, আমি ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি যেন শিশুরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনওভাবেই জড়িত না থাকে৷ পেলেট গান দিয়ে যেভাবে তাদের আক্রমণ করা হয়, তা বন্ধ করতে হবে অবিলম্বে৷ শিশুদের নিরাপদ বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে৷ ভ্যাঙ্কুভার নীতিমালা মেনে চলতে হবে এবং শিশুদের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জম্মু- কাশ্মীরে চার শিশুকে আটক করেছিল সেনাবাহিনী৷ মোট ৩৯টি শিশু (৩৩টি ছেলে, ৬টি মেয়ে) গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে৷ নির্যাতন, গুলি, ক্রসফায়ার, গ্রেনেড হামলা ও পেলেট গান ছোড়া হয়েছে শিশুদের লক্ষ করে৷ শিশুদের স্কুল ব্যবহার করছে সেনাবাহিনী, এমন অভিযোগও উঠেছে এই রিপোর্টে৷ চার মাস ধরে নিরাপত্তা বাহিনী সাতটি স্কুল ব্যবহার করছে বলে রাষ্ট্রসংঘ জানতে পেরেছে৷ রাষ্ট্রসংঘের প্রধান বলেন, আমি শিশুদের আটকে রাখা ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং স্কুলগুলি যেভাবে সামরিক কাজে ব্যবহার হচ্ছে তাতেও আমি উদ্বিগ্ন