পুবের কলম, ওয়েবডেস্ক: পদত্যাগ করলেন ছাত্রমৃত্যু তদন্ত কমিটির মূলমাথা সুবিনয় চক্রবর্তী। আট সদস্যের তদন্ত কমিটির মাথায় ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্সের সুবিনয়। রবিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেল করে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সুবিনয় চক্রবর্তীর এই সিদ্ধান্তে তদন্ত নিয়ে নতুন জটিলতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, স্বপ্নদীপ মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরা এই তদন্ত কমিটিতে থাকলেও সুবিনয় ছিলেন সেই কমিটির মাথা। আট সদস্যের টিম নিজেদের মতো করে তদন্ত করছিলেন। ডিন অফ সায়েন্স পদ থেকে সুবিনয়ের পদত্যাগের ফলে তদন্ত ধাক্কা খাবে বলে মত ওয়াকিফহাল মহলে্র।