পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রফেসরস অফ প্র্যাকটিস। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক নিয়োগে নতুন বিধি চালু করতে চলেছে ইউজিসি। নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষ ও পেশাদারীদের শিক্ষক পদে নিয়োগ করে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা পড়ুয়াদের মধ্যে ভাগ করে দিতেই মঞ্জুরি কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পেশাদার অধ্যাপক নিয়োগের জন্য সোমবার নোটিশ পাঠিয়েছে ইউজিসি। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে, পেশাদার অধ্যাপক নিয়োগের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা যেন তারা নেয়। দেশের নয়া শিক্ষানীতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। এই অধ্যাপকরা তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। ক্ষেত্র বিশেষে তা এক বছর বাড়তে পারে। মোট অধ্যাপক পদের ১০ শতাংশের বেশি পেশাদার নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে ইউজিসি।