পুবের কলম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে করোনা ক্রমশই তার দাপট বাড়াচ্ছে।শনিবার সেখানে একজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল, আর রবিবার গেমস ভিলেজে থাকা দুই ক্রীড়াবিদের করোনা রিপোর্ট পজিটিভ এল। তাদের অনত্র সরিয়ে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এই দুই খেলোয়াড়ের নাম প্রকাশ্যে না আনা হলেও, জানা গিয়েছে যে, তারা একই দেশের এবং একই খেলার সঙ্গে যুক্ত, এবং গেমস ভিলেজে তারা একইসঙ্গে থাকতেন। সব মিলিয়ে প্রতিযোগিতা শুরুর ৫ দিন আগে ক্রমশই চিন্তা বাড়ছে আলিম্পিক আয়োজকদের।