দেবশ্রী মজুমদার বোলপুর : বীরভূমের বোলপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বোলপুর রেল স্টেশন সংলগ্ন হাটতলা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই যুবক। ধৃতরা হলো তরুণ গুপ্ত ও সুলতান মহম্মদ। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বোলপুর থানার নাকের ডগায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলপুর রেল স্টেশন লাগোয়া একটি এলাকা থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। কি কারণে তারা অস্ত্র রেখেছিল। কি পরিকল্পনা ছিল এব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে বোলপুর থানার পুলিশ ।