পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যাপিটল দাঙ্গার তদন্তকারী প্রতিনিধি পরিষদ কমিটির কাছে সাক্ষ্য দিতে বা তাদের কোনও নথি সরবরাহে অস্বীকৃতি জানিয়েছিলেন ব্যানন। তাই কংগ্রেস অবমাননার দু’টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন। ৬৮ বছর বয়সি ব্যানন গতবছর ক্যাপিটাল হিল দাঙ্গার ঘটনায় শুনানির বিষয়ে কংগ্রেস কমিটির সঙ্গে সহযোগিতা প্রত্যাখ্যান করেছিলেন। এখন স্টিভ ব্যাননের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ লক্ষ ডলার জরিমানা হতে পারে। আগামী ২১ অক্টোবর তাঁর দণ্ডের মেয়াদ ঘোষার দিন ধার্য করা হয়েছে। মামলার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আদালতের বাইরে স্টিভ ব্যানন বলেছেন, তিনি এই মামলার রায়কে বদলে দেবেন। তিনি বলেছেন, আমরা হয়তো এখানে আজকের লড়াই হেরে গেছি, কিন্তু এই যুদ্ধে আমরা হারতে যাচ্ছি না।’ ব্যাননের আইনজীবী বলেছেন, তাঁরা এক ‘বুলেটপ্রুফ আপিলের’ ম্যামে এই রায় বদলে দেবেন। মামলায় ব্যাননের বিপক্ষের আইনজীবীরা বলেছেন, ব্যানন ক্যাপিটাল হিলে সংঘটিত ৬ জানুয়ারির দাঙ্গার বিষয়ে তদন্তকারী কংগ্রেসনাল কমিটির একটি ‘বাধ্যতামূলক’ আইনি সমন উপেক্ষা করে নিজেকে ‘আইনের উর্ধ্বে’ ভাবার চেষ্টা করেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারার অন্যতম প্রান কৌশলী ছিলেন ব্যানন। পরে ট্রাম্পের জয়ের পর তিনি হোয়াইট হাউসের প্রান কৌশলবিদ হিসেবেও কাজ করেন।