পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই শহিদ দিবস পালন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অন্যান্য বার রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে শহিদ দিবস। এবছরে দিল্লি ও ত্রিপুরাতেও শহিদ দিবসে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করেছে ঘাসফুল শিবির। রাজ্যে ও রাজ্যের বাইরে সব জায়গাতেই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে জায়ান্ট স্ক্রিনে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার বন্দোবস্ত করা হয়েছে।
২১ শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মোদি ও বিরোধী দলের নেতৃত্বদের বলে দলীয় সূত্রে খবর।
উল্লেখ্য বিষয়, ১৯৯৮ সালে শহিদ হওয়া তৃণমূল কর্মীদের স্মৃতিতে ২১ শে জুলাই দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস। পাল্টা এবারে বিজেপিও “শ্রদ্ধাঞ্জলী দিবস ” পালন করবে বিজেপি।
তবে তৃণমূলের আমন্ত্রণে সাড়া দিয়ে কি বক্তব্য শুনবেন মোদি ও বিরোধী দলের নেতারা এখন সেটাই দেখার বিষয়।