উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সাইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন আরও এক অভিযুক্ত। শনিবার জয়নগর থানার পুলিশ বকুলতলা থানার বাইশহাটা থেকে রবিউল সরদারকে গ্রেফতার করে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বরের ভোরে বাড়ির কাছে মসজিদে নামাজ পড়তে যাবার পথে খুন হন দাপুটে তৃনমূল নেতা সাইফুদ্দিন লস্কর। এরপরে পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। আর সেই তদন্তের সূত্র ধরেই শনিবার বকুলতলা থানার বাইশহাটা থেকে রবিউল সরদার নামে এক ব্যক্তিকে তৃনমূল নেতা খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে জয়নগর থানা। ধৃতের বাড়ি জয়নগর থানার কাশিপুর বাজার এলাকায়। ধৃতকে ১০ দিনের নির্দেশ দিয়েছে আদালত।