ইনামুল হক, বসিরহাট: কেন্দ্রের জনস্বার্থ নীতির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বসিরহাটের খোলাপোতা চৌমাথায় অবস্থান-বিক্ষোভ করে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। এদিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ ও বসিরহাট ২ ব্লক সংখ্যালঘু সেল এর সভাপতি মাসুদ আলম শাহীন এর নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে। বাদুড়িয়া, বসিরহাট উত্তর সহ বিভিন্ন ব্লকের কর্মী-সমর্থকরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে। পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস ও ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠেছে তা প্রত্যেক বক্তা তুলে ধরেন।
নরেন্দ্র মোদির দাম্ভিকতা ও উদাসীনতা এবং বিজেপির এই জনকল্যাণ বিরোধী কর্মকাণ্ডের প্রতি ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সরদার ইলিয়াস আলী, জেলা কার্যকরী সভাপতি নাজির উদ্দিন ওরফে চাঁদু ভাই, কার্যকরী সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ, সহ-সভাপতি আব্দুর রউফ, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডা.সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম, সংখ্যালঘু সেলের বারাসত সংসদীয় কেন্দ্রের সভাপতি ও বারাসাত ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুহাম্মদ ইছা সরদার, বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ফিরোজ সাহাজি, বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শাহনওয়াজ সরদার প্রমুখ। আগামীদিনে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দিতে ব্লক পঞ্চায়েত স্তরে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সম্পাদিকা ফারহানা সুলতানা, কোষাধ্যক্ষ আব্দুল হালিম, রাজারহাট নিউটাউনের সভাপতি আশরাফ উদ্দিন করিবুল প্রমুখ।