পুবের কলম ওয়েবডেস্ক:এবার ২ নাবালিকার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে| পূর্ব বর্ধমান জেলার রায়নায় আকস্মিক রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে দুই শিশুর|
তাঁদের মায়ের অভিযোগ, তাঁদের বাবার বিবাহ বহির্ভুত সম্পর্ক থাকার জন্যই ২ মেয়েকে খুন করেছেন তিনি| এমনকি এর আগেও ২ মেয়েকে অগ্নিদগ্ধ করার প্রচেষ্টাও করেছেন| পুলিশ সূত্রের খবর, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
ঘটনাটি রায়নার খালের পুল এলাকার। মৃত দুজন নাবালিকা রুমি খাতুন (৬) এবং সুমি খাতুন (৪)| স্থানীয়রা দাবি করেন , ওই দুই নাবালিকার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।
স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে অশান্তিও হতো।তাঁদের মা মামার বাড়ি চলে গিয়েছিলেন , মেয়েরা বাড়িতেই ছিল আর এরপরই বিকেল নাগাদ দুই নাবালিকার দেহ উদ্ধার হয়।তবে পুলিশ অনুমান করছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নাবালিকার মৃত্যু হয়েছে| তবে তাঁদের খুন কড়া হয়েছে নাকি অন্য বড়ো কিছুই রয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ| ( ছবি প্রতীকী)