পুবের কলম, ওয়েবডেস্ক: অশেষ ধৈর্য্য, সুনিপূণ শিল্প ও প্রবল ভালোবাসা থেকেই পবিত্র কুরআনকে ৩০টি তাবুক মার্বেলে খোদাই করে বিশ্বের নজরে এসেছেন সউদি আরবের জ্যেষ্ঠ ক্যালিগ্রাফার ও ভাস্কর হাসবান বিন আহমদ আল ইনিজি। এই কাজ করতে তাঁর সময় লেগেছে দীর্ঘ আট বছর। এই কীর্তি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করবে বলে আশা প্রকাশ করেছেন সউদি শিল্পী। চারুশিল্পের প্রতি প্রবল ভালোবাসা থেকেই আহমদ আল ইনিজি ৩০টি মার্বেল পাথরে পবিত্র কোরআন খোদাইয়ের কাজ শুরু করেছিলেন করেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের পর তিনি আরবি ক্যালিগ্রাফির চর্চা শুরু করেন। সউদি আরবে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন এই শিল্পী। এখন তিনি সউদির তরুণ প্রজন্মকে ক্যালিগ্রাফি ও খোদাইকাজ শেখাতে একটি প্রতিষ্ঠান খুলতে চান। উসমানীয় ক্যালিগ্রাফি ব্যবহার করে সবুজ রঙের মার্বেল পাথরে পবিত্র কুরআন খোদাই করেছেন শিল্পী আল ইনিজি। সউদির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক এলাকায় অনেক প্রাচীন দুর্গ ও প্রাসাদ পাওয়া যায়। সেখান থেকেই তিনি শিল্পচর্চায় অনুপ্রাণিত হয়েছেন বলে জানান। তাবুক অঞ্চলটি পূর্ববর্তী সামুদ, আরামীয় ও নাবতীয়দের আবাসস্থল ছিল। এখানকার প্রাচীন জাতি-গোষ্ঠী ও প্রত্নতাত্তিক নিদর্শন থেকে খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগের উন্নত সভ্যতার সন্ধান পাওয়া যায়। এসব এলাকার প্রাচীন বাসিন্দারা কাঠ ও পাথর খোদাই করে লাঙল, নৌকা ও ঘর তৈরি করেছিল। ইনিজি জানিয়েছেন, সউদি সরকার স্থানীয় ও জাতীয় স্তরে এই শিল্পকলা ও কারুকাজকে বাঁচিয়ে রাখতে তাঁকে সহায়তা করছে।