সফিকুল ইসলাম(দুলাল), বর্ধমান: ভাই ফোঁটার দিন হারানো মোবাইল ফিরিয়ে দিলেন বর্ধমানের টোটো চালক সেখ আতাউল ইসলাম। আর তার এমন কাজে বেশ খুশি হয়েছেন হুগলীর বাসিন্দা নন্দিনী সাউ। টোটো চালাকের সততার প্রশংসায় পঞ্চমুখ তিনি ও তার মামা। টোটো চালক সেখ আতাউল ইসলামের দৌলতে মোবাইল ফেরত পেলেন ওই মহিলা।
নন্দিনী সাউ জানিয়েছেন, আজ পবিত্র ভাই ফোঁটা দিতে তিনি হুগলির ব্যান্ডেল থেকে তার মামা বাড়ি বর্ধমানে আসেন। বর্ধমান স্টেশনে নেমে টোটো ভাড়া করে বর্ধমানের সিং দরজা এলাকায় মামার বাড়িতে যান। পৌছানো মাত্র টোটো চালককে তার নায্য ভাড়াও দিয়ে দেন।
আতাউল ইসলাম টোটো নিয়ে চলে আসেন সেখান থেকে এবং কিছুদুর আসার পর তিনি টোটোর পেছনে সিটে দেখেন একটি মোবাইল পড়ে আছে। পরক্ষনেই মোবাইলে একটি কল এলে আতাউল ইসলাম কল রিসিভ করে জানিয়ে দেন, মোবাইলটি তাঁর কাছে আছে। এর পর তার দেওয়া ঠিকানা অনুযায়ী ফোনটি নিতে আসেন নন্দিনী সাউ ও তাঁর মামা মনোজ সাউ। তাদের হাতে মোবাইল ফেরত দিয়ে সততার পরিচয় দেন আতাউল। টোটো চালকের সততায় মুগ্ধ হয়েছেন অনেকে।