পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ২৩ জুলাই শুক্রবার সূচনা হতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের। প্রতি চার বছর অন্তর আসর বসে এই বিশ্ব ক্রীড়ার।
তবে করোনা মহমারির জন্য ২০২০-র অলিম্পিক পিছিয়ে শুরু ২০২১-এ। উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪টে ৩০ মিনিটে শুরু হবে। তবে তার আগেই রোয়িং ও তিরন্দাজি দিয়ে প্রথম দিনের স্পোর্টিং ইভেন্টে শুরু হয়ে যাচ্ছে। যদিও আগেই শুরু হয়ে গিয়েছে ফুটবল, বেসবল, সফট বল ইভেন্ট।
এমনিতেই করোনা আতঙ্কে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও জাঁকজমকের ব্যাপার এবার থাকছে না। একজন দর্শকও থাকবেন না উদ্বোধনী অনুষ্ঠানে। নামী অতিথিরা থাকবেন হাজারেরও কম। তারই মধ্যে বিভিন্ন দেশ উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলিটদের উপস্থিতি সংখ্যা কমাতে শুরু করেছে। কারণ, অ্যাথলিটরা যাতে কোভিডে আক্রান্ত না হন! ঠিক যেমন ব্রিটেন। সমস্ত ইভেন্ট মিলে ব্রিটেনের ৩৭৬ জন প্রতিযোগী এবার অলিম্পিকে অংশ নেবেন। তাঁদের মধ্যে মাত্র তিরিশ জনকে আগামী শুক্রবারের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে।
ভারতের অলিম্পিক দলের শেফ দ্য মিশন সাফ জানিয়েছেন খেলোয়াড়দের নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবেনা। উদ্বোধনী অনুষ্ঠানেও তাই খুব কম সংখ্যক খেলোয়াড় অংশ নেবেন।
১২৭ জনের ভারতীয় দল এবারের অলিম্পিক্সে যোগ দিচ্ছে। করোনা আবহে অ্যাথলিটদের প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। তা সত্ত্বেও এবার সবচেয়ে বেশি পদক জয়ের আশায় ভারত। এখনও পর্যন্ত অলিম্পিক্স থেকে ২৮টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে ৯টি সোনা, সাতটি রুপো ও ১২টি ব্রোঞ্জ।