পুবের কলম ওয়েবডেস্কঃ ¬ ক্রমশই এগিয়ে আসছে অলিম্পিকের দিন। এদিকে জাপানে এখনও পর্যন্ত প্রকোপ কমেনি করোনার। এই অবস্থায় রাতের দিকের ইভেন্টগুলিতে দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার ভাবনা চিন্তা চলছে।
ইতিমধ্যেই চিবা ও সাইতামার এর গভর্নররা আয়োজকদের কাছে অনুরোধ করেছে তাদের এলাকায় রাতের দিকের কোনও ইভেন্টে যাতে দর্শকদের প্রবেশ করতে দেওয়া না হয় ।
তাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সিধান্ত নেওয়ার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হযেüছে। যেখানে রয়েছেন টোকিওর গভর্নর– আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান– টোকিও অলিম্পিক কমিটির আয়োজকদের প্রধান এবং অলিম্পিক আয়োজনের দায়িত্বে থাকা দেশের এক মন্ত্রী। প্রসঙ্গত টোকিও সহ জাপানের আরও কিছু জায়গায় এখনো আপৎকালীন অবস্থা জারি রয়েছে। সেই অবস্থা থাকবে না কি– স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে– তার সিদ্ধান্ত ন হবে আগামী সপ্তাহে।
জাপানের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা চাইছেন– করোনার জন্যে পুরো অলিম্পিকই হোক দর্শক শূন্য অবস্থায়।