পুবের কলম ওয়েব ডেস্ক : সদ্য শেষ হওয়া আইপিএলের মেগা নিলামে রেকর্ড ৯ কোটি টাকায় প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে গিয়েছে তামিলনাড়ুর ব্যাটার শাহরুখ খান। অখ্যাত শাহরুখকে কেন পঞ্জাব কিংস এত বেশি টাকায় নিলাম থেকে কিনল, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে এদিন চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর প্রথম ম্যাচেই দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে নেমে শাহরুখ বুঝিয়ে দিলেন, কেন তাকে নিয়ে আইপিএলে বাজি ধরতে চাইছে প্রীতির দল। রঞ্জি ট্রফিতে ১৪৮ বলে ১৯৪ রানের একটি মারকুটে ইনিংস খেললেন শাহরুখ। তার এই ইনিংসটি সাজান ছিল ১০টি ছক্কা ও ২০টি চার দিয়ে। যে কোনো ফরম্যাটে এটাই ছিল শাহরুখের প্রথম সেঞ্চুরি।
মাত্র ৪ রান এর জন্য ডাবল সেঞ্চুরি মাঠে ফেলে এলেন তামিলনাড়ুর এই প্রতিভাবান ক্রিকেটারটি। শাহরুখকে এলবিডব্লিউ করেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। এর ফলে শাহরুখ মাত্র ৬ রানে ডাবল সেঞ্চুরি মিস করেন। তবে এরই সঙ্গে রঞ্জিতে প্রথম ম্যাচে খেলতে নেমেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন শাহরুখ। দারুণ ফর্মে থাকা তামিলনাড়ুর এই ব্যাটার গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া রঞ্জি ম্যাচে মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করেন। দ্রুত সেঞ্চুরি হাঁকানো নয় একই সঙ্গে তিনি সামলেছেন তামিলনাড়ুর বিপর্যস্ত ইনিংস।
এ আগে ব্যাট করে দিল্লি নিজেদের স্কোরবোর্ডে ৪৫২ রান জমা করে। দিল্লির হয়ে জোড়া শতরান করেন যশ ধুল ও ললিত যাদব। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় দিনে একটা সময় তামিলনাড়ু ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ঢুকতে থাকে। সেখান থেকে ৭ নম্বরে ব্যাট করতে নেমে দলের রক্ষা কর তার ভূমিকা পালন করেন শাহরুখ। বাবা ইন্দ্রজিতের সঙ্গে ১৩৪ রানের পার্টনারশিপ খেলে দলকে বিপদের মুখ থেকে রক্ষা করেন তিনি। তারই যোগ্য সঙ্গতে বাবা ইন্দ্রজিৎ ১১৭ রানের ইনিংস খেলেন। আরে তুই ম্যাচের তৃতীয় দিনের শেষে তামিলনাড়ু নিজেদের স্কোরবোর্ডে ৪৯৪ রান তুলে ফেলে। তাতে এখনো পর্যন্ত প্রথম ইনিংসে দিল্লির থেকে ৪২ রানে এগিয়ে রইল শাহরুখ খানের তামিলনাড়ু।