পুবের কলম ওয়েবডেস্ক এবার আমিরশাহী টি-টোয়েন্টি লিগেও দল কিনে ফেললেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স এর পাশাপাশি বেশ কিছুদিন আগে তিনি কিনে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্স দলটি। সেই দলে কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন ক্রিকেটারও খেলেন।
শাহরুখ খানের দুবাই যোগ বেশ ভালো। সেখানে তাকে সকলেই খুব পছন্দ করেন। তাই এবার এমিরেটস টি ২০ লিগে নাইট রাইডার্স এর সহযোগী দল কিনে ফেললেন বলিউড বাদশা। শুধু তিনি নন, তার সঙ্গে এই লিগে দল কিনেছে আরো দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। মুকেশ আম্বানির মুম্বই ইন্ডিয়নস এবং দিল্লি ক্যাপিটালসও রয়েছে এই লিগে। এমিরেটস টি-টোয়েন্টি লিগে দল কিনেছে বিগ ব্যাশ লিগে খেলা সিডনি সিক্সার্সও। তবে দলের নাম কি দিয়েছেন সেটা এখনো জানাননি শাহরুখ।