পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার ধাক্কায় আক্ষরিক অর্থেই বেসামাল অবস্থা বাংলাদেশে। পবিত্র ঈদুল আযহা’র বিধিনিষেধের মধ্যেও দেশজুড়ে বিশাল জমায়েত এবং করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতিতে শুক্রবার থেকে দেশজুড়ে কড়া লকডাউন জারি করার পাশাপাশি নামানো হয়েছে সেনা। লকডাউন বিধি যাতে কঠোর ভাবে মানা হয় তার জন্যই চলছে সেনা টহল।
প্রশাসন সূত্রে খবর, আজ শুক্রবার থেকেই বাংলাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। এই বিধিনিষেধে গণ পরিবহনের পাশাপাশি বন্ধ থাকছে সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি অফিস। সেনার পাশাপাশি লকডাউনকে মান্যতা দেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য থাকছে বিজিবি, পুলিশ ও RAF. সে দেশের জন প্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন জানিয়েছেন এই পর্যায়ের লকডাউন আরও কঠিন হবে। এবং লকডাউন কোনভাবে ভাঙা হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত জারি থাকবে এই কঠোরতম বিধিনিষেধ।