পুবের কলম ওয়েবডেস্কঃ এই প্রথমবার পুরুষদের উইম্বলডনের ফাইনালে আম্পায়ারের ভূমিকায় দেখা যেতে চলেছে এক মহিলাকে। ক্রোয়েশিয়ার ৪৩ বছরের মারিজা সিসাক। যিনি বিগত কিছু সময় ধরেই ইতিহাস রচনা করে আসছেন।২০১৪ উইম্বলডনের মহিলাদের ফাইনালে মারিজা চেয়ার আম্পায়ার হিসাবে দায়িত্ব সামলেছেন। এর তিন বছর পর ২০১৭ সালে মহিলা ডাবলসের ফাইনালে আম্পায়ারিং করেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন তিনি। এবার মারিজার দায়িত্ব ছেলেদের ফাইনালের। আজ বিশ্বের অনেকেই তাকিয়ে আছেন জকোভিচ বনাম বেরেত্তিনিরি উইম্বলডন ফাইনাল ম্যাচের দিকে। যা অনুষ্ঠিত হতে চলেছে লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে।আজ পর্যন্ত বিশ্বের কোনও টেনিস প্লেয়ার এক বছরে চারটি স্লাম ও অলিম্পিক সোনা জেতেননি। পারতে পারলে জকোভিচই পারবেন। এর সাথে সাথেই ফাইনাল জিতলেই সার্বিয়ান সুপারস্টার জকোভিচ গিয়ে বসবেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের পাশে।আর এই ম্যাচেই আম্পায়ারের আসনে দেখা যাবে মারিজা কে।