নয়াদিল্লি, ১২ জুলাই : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) সোমবার জানাল যে, করোনার তৃতীয় ঢেউ ‘আসন্ন ও অনিবার্য’, তাই জনসমাবেশ আটকাতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে অনুরোধ করল তারা। ইতিমধ্যেই পুরীতে বার্ষিক রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে ‘কানোয়ার যাত্রা’ শুরু করা যায় কিনা তা নিয়ে কথাবার্তা চলছে। এমন সময়েই এল আইএমএ-র এই বার্তা। এক বিবৃতিতে এই সংস্থা বলেছে যে, মানুষ আত্মতুষ্টিতে ভুগে এক জায়গায় জড়ো হচ্ছে এবং কোনওরকম কোভিড বিধি মানা হচ্ছে না। তাদের আশঙ্কা, জনসমাবেশ কার্যত করোনার তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে ‘সুপার স্প্রেডার’-এর কাজ করবে। পর্যটন, তীর্থযাত্রা বা ধর্মীয় জমায়েতের প্রয়োজন থাকলেও আরও কয়েক মাস অপেক্ষা করা দরকার। এই ধরনের রীতি রেওয়াজ পালনের অনুমোদন ও টিকাকরণ ছাড়াই জনসমাবেশ কোভিডের তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠবে, এমনটাই মনে করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।