পুবের কলম, ওয়েবডেস্ক: চলছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। মুখোমুখি দুই যুযুধান প্রার্থী। একদিনে রয়েছেন দ্রৌপদী মুর্মু, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। ভোট চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এদিন যশবন্ত সিনহা সাংবাদিকদের সামনে বলেন, ‘এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে বাঁচাতে সকল সাংসদ ও বিধায়করা আমাকেই ভোট দেবেন।’
‘সংবিধান অনুযায়ী গোপন ব্যালটে ভোটগ্রহণ হয়ে থাকে। কোনও দলীয় হুইপও জারি করা হয়নি। আপনাকেই নির্বাচন করতে হবে আপনি কার জন্য ভোট দেবেন।’
যশবন্ত সিনহা আরও বলেন, আমি এখানে কোনও রাজনৈতিক লড়াই করছি না। আমি সরকারি সংস্থার বিরুদ্ধে লড়াই করছি। অনেকে ক্ষমতাশালী হয়ে উঠেছেন। এখানে টাকার খেলাও আছে’।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় নিয়ে গত ২১ জুন বিরোধী দলগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করে বিরোধীরা। জয়রাম রমেশ, সুধেন্দ্র কুলকার্নি, দীপঙ্কর ভট্টাচার্য, শরদ পাওয়ার, ডি রাজা, তিরুচি শিবা (ডিএমকে), প্রফুল্ল প্যাটেল, ইয়েচুরি, এন কে প্রেমচন্দ্রন (আরএসপি), মনোজ ঝা, মল্লিকার্জুন খার্গে, রণদীপ সুরজেওয়ালা, হাসনাইন মাসুদি (ন্যাশনাল কনফারেন্স) বৈঠকে অংশ নেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাম গোপাল যাদব।
সেই সময় একটি ট্যুইট করে তৃণমূল থেকে সরে দাঁড়ানোর কথা জানান যশবন্ত সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান আমাকে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ। তিনি আরও বলেন, এখন সময় এসেছে দলকে বাদ দিয়ে বৃহত্তর লক্ষ্যে কাজ কাজ করতে হবে।’।