পুবের কলম প্রতিবেদক: শিক্ষকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। বছরে হবে দু’বার বদলি। বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
নির্দেশিকায় বলা হয়েছে, গ্রীষ্মকাল ও শীতকাল, এই দুই সময় হবে শিক্ষকদের বদলি। পঠন পাঠন পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায়। স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতেও এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে নির্দেশিকায়।
পাশাপাশি ডিসেম্বর মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও এর জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
বদলি প্রক্রিয়া স্থগিত করলেও বদলির জন্য আবেদন করা যাবে। এর জন্য পোর্টাল বন্ধ করা হচ্ছে না। এই বদলি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে।
মূলত শিক্ষক নিয়োগ নিয়ে শূন্য পদ যাতে সংরক্ষিত থাকে তার জন্য এই বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।