পুবের কলম প্রতিবেদকঃ শুক্রবার একযোগে রাজ্যের ১০৭টি পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। নতুন ও পুরাতনদের মেলবন্ধন ঘোষিত হয়েছে সেই প্রার্থী তালিকা। সন্ধ্যায় প্রাথমিক সেই প্রার্থী তালিকায় নাম দেখতে না পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অনুগামীদের বিক্ষিপ্ত ক্ষোভের ঘটনা সামনে আসে। সেই অংশে উত্তর ২৪ পরগনার খড়দা বিটি রোডে টায়ার টায়ার জ্বালিয়ে অবরোধ হয়। বনগাঁ শহরে মিছিল আকারে যশোর রোডের বাটা মোড়ে বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। একই ইস্যুতে পূর্ব মেদিনীপুরের মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনেও বিক্ষোভে শামিল হন তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী-সমর্থকরা। গোটা এই ঘটনার বিষয়ে মুখ খুলেছেন উত্তর জেলার দলের শীর্ষ তথা রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
শুক্রবার রাজারহাট-নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকন’-এর উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নারায়ণপুর লালকুঠিতে। সামাজিক সেই অনুষ্ঠানে যোগ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘প্রার্থী বিক্ষোভে’র সেই ঘটনা অস্বীকার করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘কোথাও কোন বিক্ষোভের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস অনেক বড় দল। তাই নিজেদের মধ্যে কেবল কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সেগুলি রাতের মধ্যে বসেই মিটিয়েও নেওয়া হয়।
আর বাকি যে বিক্ষোভ হয়েছে তা বাম কংগ্রেস ও বিজেপি খেলা’। শুক্রবার রাজারহাটে রক্তদান শিবিরের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে নাগরিকদের জন্য একাধিক সামাজিক কর্মসূচি নেন তাপসবাবু। তারই অংশ হিসেবে বাসিন্দাদের হাতে মশা নিধনের ব্যাট, ডাস্টবিন, কম্বল বিতরণ-সহ নানান সামগ্রী তুলে দেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক।
সমগ্র ওই অনুষ্ঠানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, রাজারহাট পঞ্চায়েত সমিতির প্রবীর কর, যুব সভাপতি আফতাব উদ্দিন, আসন্ন বিধাননগর পুরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিনাকী নন্দী, শাহনওয়াজ আলী মন্ডল, রহিমা বিবি মন্ডল, আরিত্রিকা ভট্টাচার্য, নন্দিনী ব্যানার্জি ছাড়াও আরও অনেকেই।